Home | দেশ-বিদেশের সংবাদ | সন্দ্বীপ চ্যানেলে লাইটার জাহাজ ডুবি

সন্দ্বীপ চ্যানেলে লাইটার জাহাজ ডুবি

1481697288_5850e8088febf_jahaj20161214113710

নিউজ ডেক্স : বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে গমবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে আরেকটি লাইটার জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ফুটো হয়ে এই দুর্ঘটনা ঘটে।

কোস্টগার্ড জানায়, ডুবে যাওয়া জাহাজ এমভি পাটগাটি-২ থেকে ১২ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। লাইটার জাহাজটি প্রায় ১০০ টন গম নিয়ে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল। সাগর উত্তাল থাকায় রাত আড়াইটার দিকে সন্দ্বীপ চ্যানেলের কাছে আরেকটি লাইটার জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ফুটো হয়ে যায় এমভি পাটগাটি। এ সময় জাহাজে থাকা নাবিকরা সাগরে ঝাঁপ দেন। কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা তাঁদের উদ্ধার করেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক মো. সেলিম জানান, ঘটনাস্থলে আর কেউ নিখোঁজ আছে কি না, তা জানতে কাজ করছে বিভিন্ন সংস্থা।

কোস্টগার্ডের পরিচালক জানিয়েছেন, ডুবে যাওয়া জাহাজ এমভি পাটগাটি-২ থেকে জীবিত অবস্থায় ১২ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!