নিউজ ডেক্স : কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্ট নিয়ে মো. সামী (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি হাঁপানি রোগে ভুগছিলেন। তবে করোনা পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।।
শনিবার (২৫ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়। তার নিজবাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার কাঠগড় এলাকায়। তিনি গত দেড় মাস ধরে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবারবাগান সংলগ্ন লাঠি মৌলভীর টেক এলাকায় শ্বশুরবাড়িতে ছিলেন।
রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নোবেল বড়ুয়া জানান, শনিবার ভোর চারটার দিকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ওই রোগীকে হাসপাতালে আনা হয়। এর আধ ঘণ্টা পর ভোর সাড়ে চারটার দিকে তিনি মারা যান।
তিনি বলেন, ‘শ্বাসকষ্ট থাকার কারণে ওই রোগীর নমুনা সংগ্রহ করা হয়। তবে শনিবার বিকালে করোনা পরীক্ষায় তার নেগেটিভ রিপোর্ট আসে।’ তার মরদেহ একটি অ্যাম্বুল্যান্সে করে সকালেই সাতকানিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। দৈনিক আজাদী