lohagaranews24.com এর ২য় প্রতিষ্টা বার্ষিকীতে সৌদি আরব প্রবাসীদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামীতে আরও ভাল ভাল নিউজ, কবিতা, সাহিত্য, এলাকার টুকরো টুকরো সংবাদ বেশি করে পাওয়ার প্রতাশা করি। মাঝেমধ্যে প্রবাসীদের নিয়ে গোলটেবিল আলোচনা করলে প্রবাসীদের কাছে আরো জনপ্রিয় হবে পাঠকদের কাছে। আশা করি আগামীতে অনলাইন থেকে প্রিন্ট মিডিয়া হিসাবে আত্মপ্রকাশ করবে lohagaranews24.com । ১ এপ্রিল ২য় বর্ষপূর্তি করে ৩য় বর্ষে পদার্পণ করবে lohagaranews24.com। বর্ষপূর্তিতে lohagaranews24.com পরিবারের সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন।
শুভেচ্ছান্তে-
আ স ম দিদারুল আলম জয়
জেদ্দা, সৌদিয়া আরব।
