নিউজ ডেক্স : বাঁশখালীর চেচুরিয়ায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে শফিউল আলম জিহাদী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় শিশুসহ আরও দুইজন আহত হয়েছে। শনিবার (১৫ জুলাই) সকাল ১০টায় বাঁশখালী পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শফিউল আলম জিহাদী কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের ছিরাদিয়া গ্রামের মৃত নুরুল হুদার ছেলে।

জানা যায়, দৌড়ে রাস্তা পার হওয়া এক শিশুকে বাঁচাতে গিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এসময় যাত্রী শফিউল আলম জিহাদী ঘটনাস্থলেই মারা যান। আহত শিশু ও অটোরিকশার আরেক যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া যাওয়া হয়।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক হীরক পাল বলেন, গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধসহ আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় শফিউল আলম নামের একজন বৃদ্ধ মারা গেছেন। আহত দুইজন চিকিৎসাধীন। অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালক আবদুর রহিম (৩০) পলাতক রয়েছে। -বাংলানিউজ