এলনিউজ২৪ডটকম: শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তক নয়, নৈতিক শিক্ষা, সময়ানুবর্তিতা ও আচরণগত দিক থেকেও উন্নত করতে হবে। এরজন্য শিক্ষক-অভিভাবক একসাথে কাজ করলেই সফলতা সম্ভব। শিক্ষার্থীদের স্মার্টফোনের আসক্তি ও সময় ব্যবস্থাপনা নিয়ে চিন্তিত। অভিভাবকরা যদি নজরদারি বাড়ান, তাহলে অনেক সমস্যা এড়ানো সম্ভব।
মঙ্গলবার (২৭ মে) লোহাগাড়ার চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকায় প্রতিষ্ঠিত বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত ইসলাম ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সাদিয়া আমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য দেলোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ শহীদুল ইসলাম, সংবাদকর্মী মোহাম্মদ মারুফ ও জাহেদুল ইসলাম। এছাড়া বিদ্যালয়ের দাতা সদস্য রেজাউল বাহার রাজাসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।