এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার চুনতিতে ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (স.) মাহফিলের প্রবর্তক হযরত শাহ ছাহেব কেবলার (রহ.) একমাত্র কন্যা শাহজাদী আমেন বেগম (৯১) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে……রাজেউন)।
রোববার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৫টায় শাহ মঞ্জিলস্থ নিজ বাস ভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি মৃত মাওলানা মোহাম্মদ শিবলীর স্ত্রী ও ৮ সন্তানের জনক।

নিহতের পুত্র শাহজাদা তৈয়বুল হক বেদার জানান, তা মা দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। সোমবার (২৪ মার্চ) বাদে আছর সীরত ময়দানে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।