নিউজ ডেক্স : শাহ আমানত সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সকাল (বুধবার (২৭ নভেম্বর) সকাল পৌনে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন (৫০) পূর্ব বাকলিয়া মুন্সি কায়তানের বাড়ির আব্দুর রহমানের ছেলে।
বাকলিয়া থানার অফিসার ইরচার্জ (ওসি) মো. নেজাম উদ্দীন বলেন, শাহ আমানত সেতুতে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে মোটর সাইকেল আরোহী জামাল উদ্দীনের মৃত্যু হয়। আজ সকাল পৌন ৮টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ চমেক হাসপাতালে প্রেরণ করে।
তিনি আরো জানান, কিভাবে দুর্ঘটনাটি হয়েছে তা বের করতে তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ চেক করে বাসের দোষ পাওয়া গেলে বাসের ড্রাইভারের দোষ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, মোটর সাইকেলে চালিয়ে আসার সময় শাহ আমানত সেতুতে একটি বাসের সাথে ধাক্কা লেগে জামাল উদ্দীন নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়।