নিউজ ডেক্স : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের জেদ্দা বিমান বন্দর থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে ৪৮ পিস স্বর্ণেরবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
আজ শনিবার বেলা সাড়ে ১২টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ ঘটনায় ওই সিটের যাত্রীসহ আশপাশের ছয় যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক এবিএম সরওয়ার ই জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে তিনটি প্যাকেটে মোড়ানো মোট ৪৮পিস স্বর্ণেরবার উদ্ধার করে। এসব স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।