ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | শাবিতে ড. জাফর ইকবালকে ছুরিকাঘাত

শাবিতে ড. জাফর ইকবালকে ছুরিকাঘাত

image-39540-1520078898

নিউজ ডেক্স : বিশিষ্ট লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করেছে অজ্ঞাত এক যুবক।

ছয়জন পুলিশ সদস্যের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে শাবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর রক্তাক্ত অবস্থায় জাফর ইকবালকে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছুরিকাঘাতকারী যুবককে আটক করেছে শিক্ষার্থীরা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

সূত্রে জানা যায়, শাবির হ্যান্ডবল গ্রাউন্ডের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফর ইকবাল। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের সঙ্গে জাফর ইকবালও উপভোগ করছিলেন। এ সময় হঠাৎ এক অজ্ঞাত যুবক জাফর ইকবালকে পেছন দিক থেকে মাথায় ছুরিকাঘাত করে। দ্রুত তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ সময় ছুরিকাঘাতকারী অজ্ঞাত ওই যুবককে ধরে ব্যাপক মারধর করে শাবি শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!