লোহাগাড়া উপজেলা সেনিটারী ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী মাদার তেরেসা পীস এ্যাওয়ার্ড ২০১৯ লাভ করেন। দক্ষ সেনিটারী অফিসার হিসেবে বিশেষ অবদানের জন্য সীমান্ত কালচারাল ফাউন্ডেশন এ সম্মাননা প্রদান করেন।
গত ১৭ সেপ্টেম্বর ঢাকাস্থ পাবলিক লাইব্রেরী শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে তাকে পুরস্কৃত করা হয়। ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এলাহীর হাত থেকে তিনি এই সম্মানা গ্রহণ করেন। -খবর প্রেস বিজ্ঞপ্তির