লোহাগাড়া-সাতকানিয়া ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের নতুন কমিটিতে এলায়েন্স ইঞ্জিনিয়ারিং’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান সভাপতি ও আর্ক ডিজাইন এসোসিয়েটের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে লোহাগাড়া মোটর ষ্টেশনের এক রেষ্টুরেন্টের হল রুমে সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচিত অন্যরা হলেন ইঞ্জিনিয়ার আবু তারেক সাংগঠনিক সম্পাদক, ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম দপ্তর সম্পাদক, ইঞ্জিনিয়ার আকতার হোসেন অর্থ সম্পাদক, সদস্য যথাক্রমে ইঞ্জিনিয়ার মকসুদ বিন কমরী, ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন, ইঞ্জিনিয়ার আমিরুল ওয়াহেদ ও ইঞ্জিনিয়ার জাবেদ হোসাইন।
এছাড়া কমিটিতে ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউছুফকে উপদেষ্টা রাখা হয়েছে। নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন। -খবর প্রেস বিজ্ঞপ্তির