ব্রেকিং নিউজ
Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | লোহাগাড়া ছমদিয়া মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

লোহাগাড়া ছমদিয়া মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

78918068_1312140978984757_6173684380381216768_n

উপজেলার পুরান থানা রোডস্থ ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসা ও আদর্শ হেফজখানার ৩২তম বার্ষিক সভা গত (শনিবার) ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার প্রধান পরিচালক আলহাজ্ব আল্লামা আমিন উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সভায় তাকরীর পেশ করেন ফটিকছড়ি নানুপুরী হুজুরের সাহেবজাদা মাওলানা বেলাল উদ্দিন, ছমদিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিন মিছবাহ ও মাওলানা ফরিদুল আলম প্রমুখ।

ছমদিয়া আদর্শ হেফজখানার প্রধান ওস্তাদ হাফেজ আব্দুশ শাকুর ও হাফেজ শহিদুল ইসলামের সুনিবিড় তত্ত্বাবধানে সদ্য হেফজ সম্পন্নকারী ১০ জন শিক্ষার্থীকে পাগড়ী প্রদান করা হয়। ১০ জন শিক্ষার্থীকে পাগড়ি পরিয়ে দেন ছমদিয়া মাদ্রাসার প্রধান পরিচালক ও রাজঘাটা দারুল কোরান মাদ্রাসার মুহতামিম আল্লামা নুরুল আমিন।

পাগড়ি প্রাপ্ত শিক্ষার্থীরা হল মিসবাহ উদ্দিন, রাকিবুল ইসলাম, জামাল উদ্দিন, মনছুরুল ইসলাম, জিসানুর রহমান, মোঃ হোসাইন, মোরশেদুল আলম, নুরুন্নবী, আবদুর রহমান ও আছাদুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন মাদ্রাসার সিনিয়র ওস্তাদ মাওলানা শাহে আলম। -খবর প্রেস বিজ্ঞপ্তির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!