Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়া ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন : সতর্ক থাকার অনুরোধ

লোহাগাড়া ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন : সতর্ক থাকার অনুরোধ

236

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলমের অফিসিয়াল মোবাইল নাম্বার (০১৭৩৩-৩৩৪৩৫০) ক্লোন হয়েছে বলে জানা গেছে।

un
আজ ৩০ এপ্রিল সোমবার বিকেলে “লোহাগাড়া উপজেলা ডিজিটাল সেন্টার” নামে এক ফেসবুক আইডিতে ইউএনও এ তথ্য জানিয়েছেন।

এ ব্যাপারে তিনি (ইউএনও) সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

মোবাইল ক্লোন কি ?

বিশেষ কিছু নাম্বার থেকে আপনার নাম্বার এ কল করে আপনার মোবাইল এ থাকা যাবতীয় ইনফরমেশান গুলো নিয়ে যাওয়ার পদ্ধতিকে মোবাইল এর ইনফরমেশান হ্যাক/ক্লোন বলে।যেভাবে ইনফরমেশান হ্যাক করে হ্যাকাররা প্রথমে হ্যাকাররা আপনাকে +৯২, #৯০ ও #০৯ এই তিন ধরনের কোড আছে শুরুতে এমন নাম্বার থেকে কল বা মিসকল দিবে আপনার নাম্বারে। শুরুতে এই কোড আছে এমন নাম্বার থেকে আসা কল রিসিভ করলে বা মিসকলের জবাবে ফিরতি কল করলেই মোবাইলের সব তথ্য জালিয়াতের কাছে চলে যায়।অচেনা নাম্বার থেকে কল সেন্টারের কর্মী সেজে কথা বলে জালিয়াতরা। সংযোগ নির্বিঘ্ন আছে কি না, তা পরীক্ষা করতে গ্রাহককে তাঁর মোবাইলে #০৯ বা #৯০ চাপতে বলা হয়। এই নম্বরগুলো চাপার পর যে নম্বর থেকে ফোন এসেছিল, সেই নম্বরে উল্টো কল যায় এবং সিম ক্লোন হয়ে যায়।উল্লেখিত কোড গুলো থেকে আসা কল ধরতে না পেরে যদি আপনি ওই নাম্বারে কল দেন তাহলে আপনার নাম্বার ক্লোন হয়ে যাবে।আপনার ইনফরমেশান নিয়ে হ্যাকাররা যা যা করতে পারবে আপনার সিমের নম্বর ব্যবহার করে তারা অন্য যেকোনো নম্বরে ফোন করতে পারবে।যেকোনো ব্যক্তিকে হুমকি বা সন্ত্রাসমূলক ফোনের কাজে আপনার নম্বরটি ব্যবহার করতে পারে।তাঁরা আপনার সামাজিক সম্মানহানি বা ব্ল্যাকমেইলিংয়ের শিকার করতে পারবে।আপনার ফওনে থাকা সিম, মেমোরি কার্ড বা ডেটা কার্ডে সংরক্ষিত তথ্যগুলো হাতিয়ে নিতে পারবে তারা।আপনার মোবাইল এ সেভ করে রাখা আপনার এ টি এম কার্ড এর পাসওয়ার্ড নিয়ে নিতে পারবে তারা।আপনার নাম্বার সুরক্ষিত রাখতে যা যা করতে হবে: +৯২, #৯০ ও ‪#‎০৯_এই‬ তিন ধরনের কোড থেকে আসা কল দরবেন না এবং এই নাম্বার গুলাতে কোন রেসপন্স করবেন না।অপরিচিত নাম্বারের কল যথাসম্বব এড়িয়ে চলুন।আপনার ফোনে এটিএম বা ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড বা অন্য যেকোনো ধরনের পাসওয়ার্ড সেভ করবেন না।কল সেন্টার এর কর্মী সেজে কেউ ফোন দিলে আপনি নিশ্চিত না হয়ে তার বলা প্রসেস গুলো অনুসরন থেকে বিরত থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!