মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে লোহাগাড়া আইডিয়াল স্কুলের উদ্যোগে আলোচনা সভা ও ফ্রি চিকিৎসাসেবা সোমবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া আইডিয়াল স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি এম হোছাইন মেহেদীর সঞ্চালনায় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মুহাম্মদ সাইফুদ্দিন’র সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য আব্বাস উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ রাসু। গেষ্ট অব অনার ছিলেন ডাইরেক্টর সৌদিয়া প্রবাসী মোহাম্মদ পারভেজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, পরিচালনা কমিটির সহ-সভাপতি মফিজুর রহমান, সদস্য সচিব ও প্রধান শিক্ষক হামিদুল হোছাইন, নির্বাহী পরিচালক আবদুল হালিম, ডাইরেক্টর ও সাবেক উপাধ্যক্ষ তৌহিদুল ইসলাম ফয়সাল, উপদেষ্টা পারভেজ সাজ্জাদ ও মুহাম্মদ হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে স্কুল ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীদের ফ্রি চিকিৎসাসেবা দেয়া হয়। চিকিৎসাসেবা পরিচালনা করেন ডা. এ এস এম জিল্লুর রহমান শিবলী এমবিবিএস(সিইউ)। -খবর প্রেস বিজ্ঞপ্তির