Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়া অটোরিক্সা সিএনজি চালক কল্যাণ সমবায় সমিতি লিঃ’র কার্যক্রম শুরু

লোহাগাড়া অটোরিক্সা সিএনজি চালক কল্যাণ সমবায় সমিতি লিঃ’র কার্যক্রম শুরু

20158533_463812887311641_676976250_n

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা অটোরিক্সা সিএনজি চালক কল্যাণ সমবায় সমিতি লিঃ’র (রেজিঃ নং- চট্ট-১২৭১১, স্থাপিত- ১০/০৪/২০১৭ ইং) কার্যক্রম আজ ১৮ জুলাই থেকে শুরু হয়েছে। লোহাগাড়া উপজেলা অটোরিক্সা সিএনজি চালক কল্যাণ সমবায় সমিতি লিঃ’র নেতৃবৃন্দ ও চালকরা ঐক্যবদ্ধভাবে দীর্ঘদিন আন্দোলন করে তাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছেন।

জানা যায়, দীর্ঘদিন যাবত একটি প্রভাবশালী মহল সিএনজি চালকদের জিম্মি করে দৈনিক, মাসিক ও এককালীন মোটা অংকের উৎকোচ আদায় করে আসছিল। কিন্তু চালকরা কোন সমস্যার সম্মুখীন হলে ওই প্রভাবশালী মহলের কোন সহযোগিতা পাওয়া যেত না। লোহাগাড়া অটোরিক্সা সিএনজি চালক কল্যাণ সমবায় সমিতি লিঃ’র নেতৃবৃন্দের আন্দোনের মুখে প্রভাবশালী ওই মহল চাঁদা উত্তোলন করা থেকে বিরত থাকতে বাধ্য হয়।

20187664_463812943978302_1596697876_n(1)
লোহাগাড়া অটোরিক্সা সিএনজি চালক কল্যাণ সমবায় সমিতি লিঃ’র সকল কার্যক্রম সুন্দর ও সফলভাবে পরিচালনা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন সমিতির নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!