Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়ায় ৫ আসামী গ্রেফতার

লোহাগাড়ায় ৫ আসামী গ্রেফতার

32116597_149781179207697_7456861789125345280_o

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৫ আসামীকে গ্রেফতার করেছে। গত ৯ দিন ও রাতে অভিযান চালিয়ে ১০ লিটার চোলাইমদসহ ১ জন, ৬ মাসের সাজাপ্রাপ্ত ১ জন, ১৫ দিনের সাজাপ্রাপ্ত ১ জন ও একাধিক পরোয়ারাভূক্ত ২ জন আসামী গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হল ১০ লিটার চোলাইমদসহ উপজেলার আমিরাবাদ মল্লিক ছোবহান পাড়ার মৃত কালা মিয়ার পুত্র আহমদ হোসেন, ৬ মাসের সাজাপ্রাপ্ত পদুয়া মৌলভী পাড়ার মৃত আশরাফের পুত্র মোঃ শফিক (৪৮), ১৫ দিনের সাজাপ্রাপ্ত উত্তর পদুয়া কুলাল পাড়ার শিবু শেিলর পুত্র রূপন শীল (২০), একাধিক পরোয়ানাভূক্ত চুনতি হাটখোলা মুড়ার তৌ মিয়ার পুত্র মোঃ জহির আহম্মদ (৪৫) ও পূর্ব কলাউজানের আবুল বশরের পুত্র কামাল উদ্দিন (৩৫)।

পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আজ ১০ মে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!