এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হল, কক্সবাজারের ঈদগাঁও কোনকারখীল ৯ নং ওয়ার্ডের নুরুল হুদার পুত্র ইফতিয়াদ হুদা মিশু (২১) ও কক্সবাজার সদর থানার খুরুশকুল ৭ নং ওয়ার্ডের মতিউর রহমানের পুত্র তারেকুর রহমান (২০)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়। শুক্রবার (১৫ জুলাই) সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।