Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ৪ মামলায় ১৭ হাজার টাকা জরিমানা, বালু জব্দ

লোহাগাড়ায় ৪ মামলায় ১৭ হাজার টাকা জরিমানা, বালু জব্দ

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পুটিবিলায় অভিযান চালিয়ে ৪ মামলায় ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ মে) দুপুরে ইউনিয়নের গৌড়স্থান নতুন বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

অভিযানে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করায় পুতুল কান্তি নাথকে ৩ হাজার টাকা, দিলু বড়ুয়াকে ৩ হাজার টাকা, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করায় জেয়াবুল হোসেনকে ১০ হাজার টাকা ও লাইসেন্সবিহীন ড্রাইভিং করায় মো. দেলোয়ারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পুটিবিলা হাছনা ভিটা এলাকায় অভিযান চালিয়ে ৩৪ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান জানান, অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৪ জনের কাছ থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া অবৈধভাবে উত্তোলিত ৩৪ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। এ সময় ধ্বংস করা হয়েছে বালু উত্তোলনের মেশিন ও পাইপ। জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হবে। অভিযানের উপস্থিতি টের পেয়ে বালু খেকোরা পালিয়ে যায়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!