এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ ২ জুন বেলা ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে চুনতি খান দিঘী এলাকায় দূরপাল্লার বাস তল্লাশী করে ইয়াবাসহ ২ জনকে আটক করেছে।
আটককৃতরা যথাক্রমে সাতকানিয়া উপজেলার মধ্যম মাদার্শা নেতা ফকির পাড়ার সুলতান আহমদের পুত্র মো: অারিফ ও টেকনাফের খাইরুল আমিনের স্ত্রী রেহেনা আক্তার।
অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ সোলাইমান পাটোয়ারী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে ৩৩ হাজার ৪শ পিচ ইয়াবা উদ্ধার করে।
আটককৃতরা জানিয়েছে, তারা সম্পর্কে মামী-ভাগনী।
এ ব্যাপারে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।