এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে ৪ যুবককে জরিমানা গুনতে হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনের এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।
জানা যায়, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে শফিউল আজম শহীদকে ১ হাজার টাকা, মো. মহিউদ্দিনকে ৫শ টাকা, মো. ইউনুছকে ১ হাজার টাকা ও মো. জকরিয়াকে ৫শ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী জানান, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি। এ সময় উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনে অভিযান চালিয়ে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে ৪ যুবককে সড়ক পরিবহণ আইনের ২০১৮ সনের ৬৬ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।