
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় হত্যা মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১৩ জুলাই শনিবার বিকেল ৫টায় উপজেলার চুনতি বনপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
গ্রেফতার এ. কে. খাঁন প্রকাশ হান্নান (২৬) উপজেলার চুনতি ইউনিয়নের রাতারকুল এলাকার আবদুস সালামের পুত্র। অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার এএসআই চন্দ্র কুমার কুর্মী।

লোহাগাড়া থানা সূত্রে জানা যায়, ২০১০ সালের নভেম্বর মাসে দিনদুপুরে প্রকাশ্যে কুপিয়ে আপন চাচা আখতারুজ্জামান বদুকে হত্যা মামলার পলাতক আসামী হান্নান। গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আগামীকাল ১৪ জুলাই রবিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
Lohagaranews24 Your Trusted News Partner