এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আমিরাবাদে যৌতুক মামলায় ওয়ালিদ হোসেন চৌধুরী (৩৫) নামে এক গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়নের বার আউলিয়া কলেজ সংলগ্ন একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওয়ালিদ হোসেন চৌধুরী একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মল্লিক ছোবহান হাজির পাড়ার আলী হোসেন চৌধুরীর পুত্র।

জানা যায়, গত সনের ১০ নভেম্বর স্ত্রী বাদী হয়ে স্বামী ওয়ালিদ হোসেন চৌধুরী ও ভাসুর জাহাঙ্গীর হোসেন চৌধুরীকে আসামীকে করে কক্সবাজার আদালতে যৌতুক মামলা করেন। আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারী করেন। দীর্ঘদিন তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে পুলিশ অভিযান চালিয়ে মামলার এক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
লোহাগাড়া থানার এসআই মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্ত্রীর করা যৌতুক মামলার পরোয়ানাভূক্ত এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেপ্তার করতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হবে।