এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার মোস্তফা বেগম গার্লস স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে জোরপূর্বক নিজ বাড়িতে ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ৭ মার্চ বৃহস্পতিবার ভোররাতে ধর্ষণ এ ঘটনাটি ঘটে।
একইদিন সকালে ধর্ষিতার পিতা বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা রুজু করেছেন। লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই শাকিল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হল লোহাগাড়া সদরের রশিদার পাড়ার নুরুল ইসলামের পুত্র ধর্ষক রিদওয়ান (২৬) ও একই এলাকার খোরশেদ আলমের পুত্র পাহারাদার সোহরাব হোসেন সৌরভ (২৫)।
অভিযোগে প্রকাশ, অভিযুক্তরা ঘটনার সময় কৌশলে ধর্ষিতার শয়নকক্ষে ঢুকে। জোরপূর্বক ধর্ষণের সময় শোরচিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। তখন অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালায়। পুলিশ তাৎক্ষণিকভাবে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়েছে বলে ডিউটি অফিসার জানিয়েছেন।
ধর্ষিতাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা এ রিপোর্ট লেখা পর্যন্ত লোহাগাড়া থানা হেফাজতে রয়েছে বলে জানা গেছে।