
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম সৃষ্টি করায় দুই দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টায় উপজেলার আধুনগর ও বড়হাতিয়া ইউনিয়নে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌছিফ আহমেদ।
জানা যায়, উপজেলার আধুনগর ইউনিয়নের মছদিয়া দিঘীর পাড় এলাকার মুদি দোকানদার দিপাল বড়ুয়াকে ১০ হাজার টাকা ও বড়হাতিয়া ইউনিয়নের হাটখোলা মুড়া এলাকার চা দোকানদার নুরুল আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও জানান, সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম সৃষ্টি করায় দন্ডবিধি ১৮৬০ সনের ২৬৯ ধারা মতে দুই দোকানদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এছাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মনুফকির হাট, সেনেরহাট, হাটখোলা মুড়া এবং চুনতি ইউনিয়নের ডেপুটি বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক মাইকিং, বাজার মনিটরিং ও মাস্ক বিতরণ করেন ইউএনও। এ সময় সাথে ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ।