দক্ষিণ চট্টগ্রামের ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র লোহাগাড়া উপজেলা সদর বটতলী স্টেশনে সততা সু বাজারের তৃতীয় শাখা উদ্বোধন হতে যাচ্ছে শুক্রবার (১৭ মার্চ)। স্টেশনের ষ্টার সুপার মার্কেটের প্রথম তলায় ৩৯/৫৬ নং দোকানে এই শোরুমের উদ্বোধন করা হবে।
জানা যায়, সম্পূর্ণ নতুন রূপে, শীতাতপ নিয়ন্ত্রিত ও কম্পিউটারাইজড পদ্ধতির সমন্বয়ে আধুনিক মান সম্পন্ন দেশি-বিদেশি জুতা-সেন্ডেলের বিশাল আয়োজন থাকবে এই শোরুমে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্ববান্ধবে সবাইকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সততা সু বাজারের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ (০১৮১৮-৭৯৯৫৩৩), মো. আনোয়ার হোসেন (০১৮২৪-৮০১৭০৫) ও এম. নেওয়াজ হোসাইন নিষাদ (০১৮১৯-৬২৬০৪০)। প্রেস বিজ্ঞপ্তি