এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় রেষ্টুরেন্ট ও বেকারীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে পৃথক এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পদ্মাসন সিংহ।
জানা যায়, উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনস্থ স্কুল রোডে মোঃ লিটনের মালিকানাধীন মক্কা বেকারীকে ৫ হাজার ও সদর ইউনিয়নের জমিদার পাড়াস্থ মোঃ হাবিবুল্লাহর মালিকানাধীন ৫জি রেষ্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
পদ্মাসন সিংহ জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে মক্কা বেকারী ও ৫জি রেষ্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় সাথে ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শের আলী ও ভূমি অফিসের পেশকার সমির চৌধুরী।