এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় মাস্ক না পরে বাইরে বের হওয়ায় ২২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনব্যাপী উপজেলা পরিষদ ভবনের সামনে মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব জিতু। তিনি জানান, করোনার দ্বিতীয় পর্যায় ঠেকাতে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংক্রমণ রোধ ও প্রতিরোধ নির্মূল আইন ২০১৮ এর ২৫(খ) ধারায় ২২ জনকে ১ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মুহাম্মদ শের আলী।