এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চরম্বায় মাদক পরিবহণের অপরাধে স্বীপন কান্তি দাশ (২৪) নামে এক যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৯ অক্টোবর) দুপুরে ইউনিয়নের জমাদার পাড়ার মাস্টারহাট নামক স্থান থেকে ৫শ মিলি চোলাইমদসহ তাকে আটক হয়। আটক স্বীপন কান্তি দাশ একই ইউনিয়নের ধুপি পাড়ার যুগশ কান্তি দাশের পুত্র।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান। তিনি জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদক পরিবহণের বিষয়টি প্রমাণিত হওয়ায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত চোষাইমদ সকলের উপস্থিতিতে নিষ্পত্তি করা হয়। আসামীর সাজা কার্যকরে জেলহাজতে প্রেরণের জন্য থানায় সোপর্দ করা হয়েছে।
অভিযানে সাথে ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান, এসআই মামুনুর রশীদ, স্থানীয় ইউপি সদস্য, পুলিশ, গ্রাম পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।