এলনিউজ২৪ডটকম : ‘স্মার্ট ভূমিসেবার ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে লোহাগাড়ায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন।
পরে এক আলোচনা সভা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদু শুক্কুর, পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. শাহজাহান, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়–য়া, আধুনগর ইউপি চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, অধ্যক্ষ একেএম ফজলুল হক, অধ্যক্ষ ফয়েজ উল্যাহ চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম প্রমুখ।

অনুষ্ঠানে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, সংবাদকর্মী, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ২৮ মে পর্যন্ত এ সপ্তাহ উদযাপন করা হবে।