এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা ভবনের সামনে আরিফ মার্কেটের এক খাদ্য দোকানে ২৮ জুন বিকেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক দোকান কর্মচারী মারা গেছেন।
নিহত সাইফুল ইসলাম (২৫) মহেশখালী মাতারবাড়ি এলাকার মোফাজ্জেল হোসেনের পুত্র।

জানা যায়, অসাবধানতা বশত দোকানের সাইনবোর্ডের বিদ্যুৎ লাইনের সাথে স্পৃষ্ট হন তিনি। এতে সে গুরতর আহত হন। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।