ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় বিজয় দিবস উদযাপিত

লোহাগাড়ায় বিজয় দিবস উদযাপিত

79447076_770409546771111_4402800627583811584_o

এলনিউজ২৪ডটকম : স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে প্রতিহত করার দৃঢ় অঙ্গিকারে যথাযোগ্য মর্যাদায় লোহাগাড়া মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

উপজেলা সদরের কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও তৌছিফ আহমেদ, লোহাগাড়া থানার পক্ষে অফিসার ইনচার্জ মোঃ জাকের হোসাইন মাহমুদ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

পরবর্তীতে উপজেলার অলি আহমদ বীরবিক্রম স্টেডিয়ামে দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী, উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাকের হোসাইন মাহমুদ কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের সালামী গ্রহণ করেন।

79466420_770409636771102_4582336045877559296_oড. নদভী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত খেকে জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি দেশ ও জাতির কল্যাণে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান ও নিরলস প্রচেষ্টাকে শ্রদ্ধার সাথে স্মারণ করেন। এছাড়া দেশের অগ্রগতিতে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ড ও সূচকে উন্নয়নের মহাসড়কে অগ্রযাত্রার বিষয়ও বক্তব্যে তুলে ধরেন তিনি।

79389353_770410130104386_4941949573057740800_o

প্যারেডে পুলিশ, আনসার ভিডিপি, গার্লস গাইড, স্কাউটস ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে শারিরীক কসরত ও ডিসপ্লে প্রদর্শিত হয়। সমাবেশে উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইউএনও তৌছিফ আহমেদ এতে সভাপতিত্ব করেন। প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি প্রধান উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকার মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!