এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া হরিদাঘোনায় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ ১৩ মে সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবদুল মোতালেব। নিহত বৃদ্ধ আবদুল করিম (৬০) ওই এলাকার মৃত সেকান্দরের পুত্র।
জানা যায়, বড়হাতিয়া হরিদাঘোনার সোনাকানিয়া গর্জানিয়া খাল এলাকায় বাগান থেকে লেবু আনতে গেলে তিনি বন্যহাতির কবলে পড়েন। বন্যহাতির আক্রমণে তিনি ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে লোকজন এগিয়ে গেলে বন্যহাতিটি গভীর পাহাড়ে চলে যায়। পরে স্থানীয়রা নিহত বৃদ্ধের লাশ উদ্ধার করেন।