এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় প্রথম এক ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। গত ১ আগষ্ট বৃহস্পতিবার তাকে ডেঙ্গু পরীক্ষা করে সনাক্ত করা হয়েছে। ডেঙ্গু আক্রান্ত শিশু সিয়াম বিন ফারুক (৭ মাস) উপজেলার আধুনগর ডামির ঘোনা বানুর বাপের বাড়ির ওমর ফারুকের পুত্র। শিশুটি বর্তমানে লোহাগাড়া উপজেলা সদরের মেটারনিটি এন্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শিশুর মা ফাতেমা বেগম সাংবাদিকদের জানান, গত কয়েক ধরে শিশুটির প্রচন্ড জ্বর ছিল। বৃহস্পতিবার চিকিৎসক শাহ আলমের কাছে নিয়ে আসলে তিনি ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দেন। পরীক্ষায় ডেঙ্গু রোগ সনাক্ত হয়। এখন শিশুটি আগের চেয়ে ভালো আছে বলেও জানান তিনি।

হাসপাতালের ম্যানেজার মোঃ সাকিব হাসান সাংবাদিকদের জানান, ডেঙ্গু আক্রান্ত শিশুটির চিকিৎসকের পরামর্শে চিকিৎসাসেবা চলছে।
খবর পেয়ে আজ ২ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আতাউল করিম আরবি ডেঙ্গু আক্রান্ত শিশুটির চিকিৎসার খোঁজ-খবর নেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ হানিফ সাংবাদিকদের, প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সন্ধান পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম খোঁজ-খবর নেন। প্রাথমিকভাবে ডেঙ্গু রোগ সনাক্ত হয়েছে। লোহাগাড়ায় প্রথম ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। রোগী মোটামোটি সুস্থ আছেন বলেও জানান তিনি।