এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় করোনাকালীন অটিজম, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রাম ও বৃদ্ধি প্রতিবন্ধিদের লালন পালনে অভিভাবকদের দক্ষতা বৃদ্ধিমূলক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা বিআরডিবি সম্মেলন কক্ষে কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব জিতু।
উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির সহায়তায় উপজেলা পরিষদের আয়োজনে কর্মসূচি বাস্তবায়ন করছে উপজেলা সমাজ কল্যাণ কমিটি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ এবং উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সমাজকর্মী আরমান বাবু রোমেল।
বক্তারা বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধিদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধিদের ঘৃণা না করে আন্তরিকতা দেখাতে হবে। খেলাধুলার মাধ্যমে তাদের শারিরিক ও মানসিক বিকাশ ঘটাতে হবে। কোন শিশু প্রতিবন্ধিকে বৈদ্য-ফকিরের কাছে চিকিৎসা দিয়ে পঙ্গু করে ফেলবেন না। যে কোন সমস্যায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন।