ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় প্রজনন মৌসুমে ইলিশ বিক্রি করায় ব্যবসায়ীকে অর্থদণ্ড

লোহাগাড়ায় প্রজনন মৌসুমে ইলিশ বিক্রি করায় ব্যবসায়ীকে অর্থদণ্ড

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় প্রজনন মৌসুমে ইলিশ মাছ বিক্রি করায় মোস্তাক আহমদ (৫৮) নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলা সদর বটতলী স্টেশনের মাছ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জব্দ করা হয়েছে ৬ কেজি ৯শ গ্রাম ইলিশ মাছ।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান। তিনি জানান, সরকারি নির্দেশনা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৭ থেকে ২৮ অক্টোবর ‘সারাদেশে ইলিশ মাছ নিষিদ্ধ’। এ সময়ে ইলিশ মাছ আহরণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়- বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ।  অভিযানে ইলিশ মাছ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দেয়া হয়েছে।  জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় উপস্থিত সকল ব্যবসায়ীকে সরকারি নির্দেশনা পালনের জন্য বলা হয়েছে।  জনস্বার্থে  সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা মৎস্য সম্পদ কর্মকর্তা, এসআই মোজাম্মেলসহ পুলিশ বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!