এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী ও একাধিক মামলার পলাতক দু’আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৮ মে মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেফতার ও ২৯ মে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
ইয়াবাসহ গ্রেফতার আবদুল হাকিম (৩০) উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিরবিলা জোটপুকুর এলাকার মৃত ইসহাক মিয়ার পুত্র ও একাধিক মামলার পলাতক আসামী জালাল আহমদ (২৮) উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের তৈয়বুর পাড়ার মৃত নূর আহমদের পুত্র।
লোহাগাড়া থানা সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনে অভিযান চালিয়ে ১ হাজার পিচ ইয়াব ট্যাবলেটসহ আবদুল হাকিমকে ও একাধিক মামলার পলাতক আসামী জালাল আহমদকে বড়হাতিয়া থেকে গ্রেফতার করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, ইয়াবাসহ গ্রেফতার আবদুল হাকিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া জালাল আহমদ বড়হাতিয়ায় ত্রাস, সন্ত্রাসী, নাশকতা ও চুরির অভিযোগে ৬ মামলার পলাতক আসামী।