এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত, মাদক ও নিয়মিত মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে। বুধবার (১ জানুয়ারী) দিনগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই অজয় দেব।
গ্রেফতারকৃতরা হলেন লোহাগাড়া উপজেলার চুনতি কুমদিয়া পাড়ার আবদুল জলিলের পুত্র রিয়াজ উদ্দিন (২৫), লোহাগাড়া সদরের আবুল কালামের পুত্র জসিম উদ্দিন (৪০), লোহাগাড়া সদর ইউনিয়নের মজিদার পাড়ার মৃত মকবুল আহমদের পুত্র মোহাম্মদ আলী (৫৫) ও একই এলাকার মৃত ইমাম শরীফের পুত্র শাহাদাৎ হোসেন (৩৫)।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্ব স্ব এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এরমধ্যে রিয়াজ ১ মাসের সাজাপ্রাপ্ত ও জসিম মাদক মামলার পলাতক আসামী। এছাড়া আলী ও শাহাদাৎ এলাকায় নলকূপ স্থাপনকে কেন্দ্র করে মারামারির ঘটনায় নিয়মিত মামলার আসামী। গ্রেফতারকৃতদেরকে বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।