এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা রয়েছে।
বুধবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নে দেড় শতাধিক বন্যার্ত মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম। বন্যার্তদের মাঝে ত্রাণ হিসেবে দেয়া হয় চাল, ডাল, তেল, পেঁয়াজ ও আলুসহ প্রয়োজনীয় নিত্যসামগ্রী।
এ সময় ওসি রাশেদুল ইসলাম বলেন, জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ মহোদয়ের নির্দেশে বন্যার্তদের মাঝে এসব সহায়তা প্রদান করা হচ্ছে।
বিতরণের সময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, সেকেন্ড অফিসার প্রদীপ দত্ত, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইউনুস, ইউপি সদস্য আলী আক্কাস প্রমুখ।