এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ২৩ জুলাই দিনগত রাতে গ্রেফতারী পরোয়ানাভূক্ত তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হল উপজেলার চুনতি ইউনিয়নের কুমুদিয়া পাড়ার শেখ আহম্মদের পুত্র মোঃ আজিজ (২৪), লোহাগাড়া সদর ইউনিয়নের মৌলভী পাড়ার রফিক মাষ্টারের ভাড়াটিয়া আবু তাহেরের পুত্র মোঃ লিটন (২৫) ও কলাউজান ইউনিয়নের রাজা মিয়া চেয়ারম্যান বাড়ির পার্শ্বে শাহ আলমের পুত্র মোঃ নাছির উদ্দিন (২৫)।
থানা সূত্রে প্রকাশ, পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ ২৪ জুলাই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।