এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চুনতি ডেপুটি বাজারে নকল স্বর্ণসহ দু’মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১৪ মে মঙ্গলবার দুপুর ২টায় তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নকল ২টি চেইন ও ১টি আংটি। লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হল রংপুর জেলার পীরগঞ্জ পানবাজার এলাকার সেলিম উদ্দিনের স্ত্রী নাজমা বেগম প্রকাশ শরীফা বেগম (৩০) ও একই এলাকার মৃত মোহাম্মদ রাজুর স্ত্রী ইরানী বেগম (৩৫)।

জানা যায়, চুনতি ডেপুটি বাজারের সুকুমার নাথের মালিকানাধীন প্রিয়ংকা জুয়েলার্সে ৬০ হাজার টাকার বিনিময়ে স্বর্ণগুলো বন্ধক দিতে যায়। বিষয়টি দোকানদারের সন্দেহ হলে স্বর্ণগুলো আসল কিনা পরীক্ষা করেন। পরীক্ষার পর স্বর্ণগুলো নকল প্রমাণিত হওয়ায় থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা রুজু করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।