এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি মিঠার দোকান এলাকায় দু’বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আজ ২৯ এপ্রিল সোমবার বিকেল পৌনে ৪টায় এ ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, কক্সবাজারমুখী হানিফ সুপার পরিবহনের বাস (চট্টমেট্রো ব-১১-১২৪৯) বিপরীতমুখী এস আলম পরিবহণের একটি বাস (চট্টমেট্রো-ব-১১-০৫৬২) ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপরই বাস দুটির চালক ও হেলপার পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, এ দূর্ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে দূর্ঘটনায় কবলিত বাস দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় কেউ কোন প্রকার মামলা বা অভিযোগ করেননি বলেও জানান তিনি।