Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় দাখিল পরীক্ষায় ৬৭ শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে

লোহাগাড়ায় দাখিল পরীক্ষায় ৬৭ শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে

878dac24321a0b73da2c64665ddaa09e-5ba5075b31615

এলনিউজ২৪ডটকম : গত ৬ মে প্রকাশিত মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় লোহাগাড়া উপজেলায় ২৩টি মাদ্রাসায় ১৩৮১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৭ শিক্ষার্থী।

তৎমধ্যে জিপিএ- ৫ পেয়েছে যথাক্রমে আধুনগর ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় ৮ জন, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসায় ৫ জন, আমিরাবাদ সুফিয়া ফাজিল মাদ্রাসায় ৩ জন, লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ৩ জন, পদুয়া আইনুল উলুম ফাজিল মাদ্রাসায় ১ জন, পুটিবিলা হামিদিয়া ফাজিল মাদ্রাসায় ৩ জন, কলাউজান শাহ রশিদিয়া মাদ্রাসায় ৩ জন, দক্ষিণ সুখছড়ি খালেকিয়া ফাজিল মাদ্রাসায় ১ জন, আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসায় ৬ জন, নোয়ারবিলা কাদেরিয়া দাখিল মাদ্রাসায় ৬ জন, বড়হাতিয়া মালপুকরিয়া দাখিল মাদ্রাসায় ২ জন, সুখছড়ি রহমানিয়া দাখিল মাদ্রাসায় ৪ জন, চুনতি ফাতেমা বতুল মহিলা মাদ্রাসায় ৫ জন, চরম্বা জামেউল উলুম দাখিল মাদ্রাসায় ১ জন, বড়হাতিয়া আয়েশা ছিদ্দিকা মহিলা মাদ্রাসায় ৪ জন, সুফি ফতেহ আলী মহিলা মাদ্রাসায় ৭ জন ও চরম্বা দারুল আরকাম দাখিল মাদ্রাসায় ২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!