Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়ায় দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্যান বিতরণ

লোহাগাড়ায় দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্যান বিতরণ

363

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণে গঠিত লোহাগাড়া দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থার উদ্যোগে ৩০ জুলাই বিকেলে বটতলী মোটর ষ্টেশনস্থ দৈনিক পূর্বকোণ প্রতিনিধি কার্যালয় চত্বরে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে সিলিং ও টেবিল ফ্যান বিতরণ করা হয়েছে।

বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক সাত্তার সিকদার। প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্জাহান পিপিএম (বার)। প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক রায়হান সিকদার, বিশিষ্ট সমাজসেবক সাব্বির আহমদ।

সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক এম. এম. আহমদ মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিনহাজুল ইসলাম, বড়হাতিয়া ছাত্র-যুব-ঐক্য পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন সাগর, ছাত্রলীগ নেতা মোঃ ফেরদৌস, সাংবাদিক কামরুল ইসলাম ও মোঃ এরশাদ। সভা শেষে সংগঠনের সদস্যদের মধ্যে অতিথিবৃন্দ ফ্যান বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!