এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় দরজার তালা কেটে মো. আকতার হোসেন (৩৮) নামে এক ব্যবসায়ীর বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১২ এপ্রিল) গভীর রাতে লোহাগাড়া সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৌলভী পাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত আকতার হোসেন ওই এলাকার মৃত ফয়েজ আহমদের পুত্র। স্থানীয় ইউপি সদস্য শাহ আলম লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ক্ষতিগ্রস্ত আকতার হোসেন জানান, রোববার সন্ধ্যায় বসতঘর তালাবদ্ধ করে পরিবারের সবাই নিকটাত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ধারণা করা হচ্ছে গভীর রাতে চোরেরা বসতঘরের তালা কেটে ভেতরে প্রবেশ করে। সকালে প্রতিবেশী দরজার তালা কাটা দেখে তাদেরকে খবর দেন। দ্রুত এসে বসতঘরের রুমে ঢুকে দেখতে পান আসবাবপত্র ও কাপড়- চোপড় এলোমেলো অবস্থায়। পরে তিনি বসতঘরে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। তিনি আরো জানান, চোরেরা বেডরুমে থাকা শোকেজের তালা কেটে নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা ও মূল্যবান কাগজপত্র নিয়ে যায়।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, চুরির ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।