Home | দেশ-বিদেশের সংবাদ | করোনায় প্রাণ গেল উহানের হাসপাতাল পরিচালকের

করোনায় প্রাণ গেল উহানের হাসপাতাল পরিচালকের

আন্তর্জাতিক ডেক্স : প্রাণঘাতী করোনাভাইরাসে প্রতিদিন মৃতের সংখ্যা বেড়েই চলেছে। চিকিৎসকও নার্সদের সর্বোচ্চ চেষ্টায় অনকে ভালো হয়ে বাড়ি ফিরছেন। এ লড়াইয়ে নেতৃত্বে থেকে সবাইকে প্রেরণা যোগাচ্ছিলেন উহানের উচ্যাং হাসপাতালের পরিচালক লিউ ঝিমিংয়। কিন্তু প্রাণঘাতী ভাইরাস একসময় জেঁকে বসল তার শরীরেও।

অনেক রোগী তার হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরলেও পারলেন না লিউ। হেরে গেলেন তিনি, করোনাভাইরাস কেড়ে নিয়েছে লিউ ঝিমিংয়ের প্রাণও। খবর ডেইলি মেইলের।

সোমবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের কোনো হাসপাতালের প্রধান হিসেবে প্রথম প্রাণ গেছে লিউর। এর আগে গত শুক্রবার এই হাসপাতালেরই লিউ ফ্যান নামে ৫৯ বছর বয়সী এক নার্স মারা যান করোনাভাইরাসে।

উচ্যাং হাসপাতালের সংশ্লিষ্টদের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, লিউর মৃত্যুতে ভেঙে পড়েছেন তার সহকর্মী চিকিৎসকরা। একজন চিকিৎসক জানিয়েছেন, লিউ বেশ সুস্থ-সবল মানুষ ছিলেন। করোনাভাইরাস তাকেও কেড়ে নেবে, ভাবতে পারছেন না কেউ।তবে তার মৃত্যু নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি উচ্যাং হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে সর্বশেষ তথ্যানুযায়ী, নভেল করোনাভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ নামক রোগে আক্রান্ত হয়ে ১ হাজার ৮৮৬ জন প্রাণ হারিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!