এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে গত ৭ আগষ্ট মঙ্গলবার গ্রেফতারী পরোয়ানাভূক্ত তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে স্ব স্ব এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে বলে জানান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চরম্বা ইউনিয়নের বাইয়ার পাড়ার সামসু মিয়ার পুত্র শহিদুল ইসলাম (২৫). বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী কুমিরাঘোনা এলাকার কবির আহাম্মদের পুত্র মোঃ জাহাঙ্গীর (২৩) ও একই ইউনিয়নের ভবানীপুর এলাকার খলিলুর রহমানের পুত্র ফরমান উল্লাহ (২২)।
অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার এসআই আবদুল হক ও এসআই মিজানুর রহমান। একইদিন তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।