এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আমিরাবাদে তালা ভেঙ্গে ৪টি মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৬ আগস্ট) ভোররাতে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রাজঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য আলী আক্কাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ক্ষতিগ্রস্তরা হলেন, ওমাইর স্টোরের মালিক মো. পারভেজ, মাওলানা স্টোরের মালিক এমদাদ উল্লাহ, বিছমিল্লাহ ট্রেডার্সের মালিক মো. ফারুক ও জসিম উদ্দিন।
ক্ষতিগ্রস্তরা জানায়, রাতে প্রতিদিনের ন্যায় দোকান তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। ভোররাতে চোরেরদল গ্রীলের তালা কেটে ভেতরে ঢুকে মুদি দোকানের বিভিন্ন প্রকার মালামাল নিয়ে যায়। সকালে দোকানের গ্রীলের তালা ভাঙ্গা দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। চোরেরা পারভেজের ১ লাখ টাকার, এমদাদ উল্লাহর ৫০ হাজার টাকার, ফারুকের ফ্রিজ, আইপিএসের ব্যাটারিসহ ১ লাখ টাকার ও জসিম উদ্দিনের ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, চোরেরা ট্রাক ভর্তি করে এসব মালামাল নিয়ে গেছে।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার মুঠোফোনে জানায়, চুরির ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। তবে ডিউটি অফিসারের নাম জানতে চাইলে, তিনি নাম বলতে অপারগতা প্রকাশ করেন এবং থানায় এসে নাম জেনে নিতে বলে ফোন কেটে দেন।