এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় টিনের ছাউনী কেটে দু’দোকানে চুরির ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৪ ডিসেম্বর) ভোররাতে বটতলী মোটর ষ্টেশনস্থ পোষ্ট অফিসের দক্ষিণ পার্শ্বে লোহাগাড়া শাহপীর মোটরস ও মেসার্স এন. কে. এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে ।
ক্ষতিগ্রস্তরা জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। এরপর রাতের যে কোন সময় চোরেরা টিনের ছাউনী কেটে দোকানে ঢুকে মোঃ এরশাদের মালিকানাধীন লোহাগাড়া শাহপীর মোটরস থেকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ও আবদুস ছবুরের মালিকানাধীন মেসার্স এন. কে. এন্টারপ্রাইজ থেকে নগদ ২ হাজার টাকা নিয়ে যায়। সকালে দোকান খুলে মালামাল এলোমেলো ও টিনের ছাউনী কাটা দেখে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা। তবে, চোরেরা নগদ টাকা ছাড়া কোন মালামাল নিয়ে যায়নি।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই মাঈনুদ্দিন চৌধুরী জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।