ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় জেএসসি ও জেডিসি পরীক্ষায় অনুপস্থিত ১০৮ শিক্ষার্থী

লোহাগাড়ায় জেএসসি ও জেডিসি পরীক্ষায় অনুপস্থিত ১০৮ শিক্ষার্থী

images7

এলনিউজ২৪ডটকম : সারা দেশের ন্যায় লোহাগাড়ায়ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। আজ ২ নভেম্বর শনিবার সকাল ১০টায় উপজেলার ৬টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়। জেএসসি পরীক্ষার্থী ৪ হাজার ৭৭২ জন, অনুপস্থিত ৬৯ জন ও জেডিসি পরীক্ষার্থী ১ হাজার ৮২৩ জন, অনুপস্থিত ৩৯ জন।

স্ব স্ব কেন্দ্র সচিব সূত্রে জানা যায়, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ১ হাজার ১৯২ জন, অনুপস্থিত ২৩ জন। শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ১ হাজার ২৪৯ জন, অনুপস্থিত ১১ জন। মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ১ হাজার ৩৬৮ জন, অনুপস্থিত ১৩ জন। মেহেরুন্নেছা জুনিয়র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ৫৭৮ জন, অনুপস্থিত ৩ জন। জয়নুল আবেদীন বীরবিক্রম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ৩৮৫ জন, অনুপস্থিত ১৯ জন। আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ১ হাজার ৮২৩ জন, অনুপস্থিত ৩৯ জন।

প্রথমদিন জেএসসিতে বাংলা এবং জেডিসিতে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!