এলনিউজ২৪ডটকম : দেশের অন্যান্য স্থানের মতো লোহাগাড়ায়ও “মাছচাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে বিস্তারিত কর্মসূচী উদযাপিত হয়েছে। ১৯ জুলাই এ উপলক্ষে র্যালী, মৎস্য পোনা অবমুক্তিকরণ ও আলোচনা সভা ছিল অন্যতম। এ উপলক্ষে এক র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ জামে মসজিদ পুকুরে মৎস্যপোনা অবমুক্ত করা হয়।
বিকেলে লোহাগাড়া উপজেলা পরিষদ কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে নিয়োজিত সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন কচি সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান ফরিদ উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা মৎস্য অফিসারের দায়িত্বে নিয়োজিত সাতকানিয়া মৎস্য কর্মকর্তা মানস মন্ডল ও মৎস্য কর্মকর্তা আবদুর রহমান।
লোহাগাড়া মৎস্য অফিসের সিনিয়র সহকারী মাহবুব মুছার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক মোঃ জামাল উদ্দিন, সাংবাদিক পুষ্পেন চৌধুরী, মুক্তিযোদ্ধা স্বপন জল দাস, মৎস্যচাষী সাদেকুল মাওলা প্রমুখ বক্তব্য রাখেন। পরে সফল মৎস্য চাষী হিসাবে ৩ জনকে ক্রেস্ট প্রদান করা হয়।